অবশেষে গয়না চোর ধরবে মৌ, ‘মেয়েবেলা’ ধারাবাহিকে নতুন চমক !


2 months ago

স্টার জলসার নতুন ধারাবাহিকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মেয়েবেলা’। যার নামভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষাল।







যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, বীথি বাড়ির সকলের কাছে মৌকে খারাপ করার জন্য মরিয়া। আম্মার সোনার চেন হারিয়ে যাওয়ায় মৌকে দোষারোপ করে তার শ্বশুরমশাই। আম্মার সোনার চেন খুঁজতে মৌকে সাহায্য করছে নির্ঝর।




এদিকে বাথরুমে আম্মার সোনার চেন পেয়ে বাথরুমের পাইপ থেকে ফেলে দেয় বীথি। মৌ আর ডোডোকে আলাদা করতে গিয়ে আরও কাছাকাছি আনে সে। মৌয়ের যত্ন নিতে থাকে ডোডো।




ধারাবাহিকের আগামীপর্বে দেখা যাবে বাড়ির কাজের লোক একজনকে ডেকে আনে সোনা খুঁজে বের করার জন্য। অন্যদিকে গয়না চোরকে ধরতে এবার নিজেই বুদ্ধি খাটাবে মৌ। তবে বীথির ষড়যন্ত্র কি ধরা পড়বে এত সহজে? সেটাই দেখার।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close(x)