সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!


7 months ago

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে দর্শক আশাহত হচ্ছেন। তবে ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ বাঁচিয়ে রাখতে গল্পে আসছে নতুন নতুন নাটকীয় মোড়। যেগুলি হটাৎ করেই আবার দর্শককের মনে আশা জাগাতে সক্ষম হচ্ছে। সম্প্রতি, এমনই এক দুর্দান্ত ট্র্যাক ধারাবাহিকে চলতে দেখা যাচ্ছে।

অনুরাগের ছোঁয়া পরিবার ‘দার্জিলিং’ ভ্রমণে গিয়েছিল। সেখানে একদিকে সূর্য ছিল তার পরিবার নিয়ে সোনাকে নিয়ে অন্যদিকে, দীপা ছিল রুপা সহ তার নতুন পরিবারের সাথে। দার্জিলিং পর্বের শুরু থেকেই দর্শককে অনেক চমক উপহার দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে সেখানে মিশকাও ছিল। আর মিশকা সূর্য দীপাকে শান্তি দেবে তাই কি কখনও হয়?

যথারীতি মিশকা এক ভয়ঙ্কর প্ল্যান করে বসে। সে সোনাকে বর্ডারের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। আর সেই দায় দীপার উপর চাপাতে চেষ্টা করে। সে সবটা নিখুঁত ভাবে প্ল্যান করেই ফেলেছিল। সোনা কিডন্যাপ হওয়ার পর সূর্য দীপাকে ভুল বুঝে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু ছোট্ট রুপার বুদ্ধি সোনাকে আর তার মা দুইজনকেই বাঁচিয়ে নেয়। মিশকার প্ল্যান ফেল হওয়ার সাথে সাথে মিশকার মুখোশ খোলার ব্যবস্থা করে সোনা।



সোনা বাড়ির সকলকে জানিয়ে দেয় যে, মিশকাই তাকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল কিডন্যাপারদের কাছে গিয়ে। সে দরজার ফুটো দিয়ে দেখেছিল মিশকার হাতের আংটিটা। তবে বাকিটা কি হয় তা আজকের পর্বে জানা যাবে। তবে এক ইউটিউব চ্যানেল মারফত জানা গেছে সোনার থেকে মিশকার সত্যিটা জানার পর। সূর্য নিজের ভুল বুঝতে পারবে।



সোনা এমন বলা মাত্রই সূর্য ও তার বাবা মা মিশকাকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ করতে। আর সোনার কাছে এভাবে ধরা পরে যাওয়ায় তার মুখ চোখ শুকিয়ে যায়। সে কি বলবে খুঁজে পাচ্ছেনা। আর এদিকে। মেয়ের মুখ থেকে সমস্ত সত্যিটা শোনার পর রেগে আগুন হয়ে যায় সূর্য। সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নেয় মিশকাকে পুলিশে দেবে সে। এদিকে গ্রেফতার হওয়ার কথা শুনে মাথায় বাজ পড়ে মিশকার! এবার দেখা যাক, শেষ অবধি সূর্য সত্যিই তাঁকে পুলিশের হাতে দেয় নাকি ঠিক কোনও না কোনও ভাবে এবারেও ছাড়া পেয়ে যায় মিশকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close(x)