‘‘..একবার না পারিলে দেখ শতবার…..’’ কবি এই লাইনগুলোকে জীবনের বড় বড় সিদ্ধান্তের জন্য হলেও অনেকের মতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) তার প্রেমের ক্ষেত্রে এই লাইনকে খুবই সিরিয়াসভাবে নিয়েছেন। অবশ্য শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে লিখতে বসলে কাহিনী যেন শেষ হওয়ার না। তার জীবনের আদ্যোপান্ত গোটাটাই একটা সিনেমা।
জীবনের একদম শুরুর দিকে বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। এরপর খুবই কম বয়সে মা হন তিনি। কিন্ত টেকেনি সেই বিয়ে। এরপর একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী। কিন্তু কোনো না কোনো কারণে ভেঙে গিয়েছে সব সম্পর্ক। আর সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী।
শ্রাবন্তী সংক্রান্ত কোনো গুঞ্জনই চাপা থাকেনা। অভিরূপ নাগ চৌধুরীর সাথে তার প্রেমের খবরও বেশ চর্চায় ছিল। তারপর আবার অভিরূপের সাথে সম্পর্ক ভেঙে দেন তিনি। জিম ট্রেনারের সাথে বন্ধুত্ব বেড়ে যায় তার। প্রেমের সম্পর্কে জড়ান কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে অবশ্য। শ্রাবন্তী অবশ্য পুরোটাকেই গুঞ্জন অ্যাখ্যা দিয়েছেন

কিন্তু সম্প্রতি একটি ছবিতে চোখ আটকেছে সবার। এক ব্যক্তির বুকে মাথা রেখে সেলফি তুলেছেন তিনি। দুজনেই আবিরে মাখামাখি। কে এই ব্যক্তি, তার উত্তর মিলেছে অভিনেত্রীর পোস্টের ক্যাপশনেই। তিনি আবার নায়িকার হিরো! তাহলে কে তিনি, চলুন দেখা যাক কে তিনি।
শ্রাবন্তী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার হিরো। ভালবাসি বাবা’। দোলের দিনে বাবার সঙ্গে চুটিয়ে রঙ খেলেছেন অভিনেত্রী। ‘হ্যাপি হোলি’ লেখা সাদা টিশার্ট পরেছেন দুজনেই। আবার দুজনের চোখেই রয়েছে রোদচশমা। সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
জানিয়ে রাখি যে, বাবার খুবই আদরের মেয়ে শ্রাবন্তী। কিন্তু গত কয়েকবছরে অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বাবা মা। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি যে আবার স্বাভাবিক হয়েছে তা বেশ বোঝাই যাচ্ছে।