‘পোষ্যর সঙ্গে বিয়ে..’! দেবলীনার পোস্ট দেখে ‘ভিরমি খেল’ টলিউড, তোলপাড় নেটপাড়া


7 months ago

কপালে আঁকা চন্দন। পোষ্যর গলা জড়িয়ে ছবি দিলেন দেবলীনা দত্ত। শুধু তাই নয়, অভিনেত্রীর ঘোষণা- “রেক্সির সঙ্গে বিয়ে করলাম..।” ব্যস! এই একটা ঘোষণাতেই কাঁপল নেটপাড়া। ভিরমি খেলেন পরিচিত, ঘনিষ্ঠ বন্ধুরাও।

অর্ধেক বিয়ের সাজে, নববধূ-রূপে দেবলীনা যে ছবি শেয়ার করেছেন, তার ক্যাপশন দেখেই চোখ কপালে উঠেছে নেটপাড়ার। চমকে গিয়েছেন অনেকেই। কেন অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিলেন? সেই প্রশ্নও ছুঁড়েছেন অনেকে। কেউ বা আবার আশীর্বাদ করে শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা ও রেক্সিকে।

টলিউড (Tollywood) অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta) ইদানিং বারবার সোশ্যাল মিডিয়ার লাইমলাইট কেড়ে নিচ্ছেন। তার বিয়ের খবর এখন বেশ চর্চাতে রয়েছে। তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তার অসুখী দাম্পত্যের কথা প্রায় সকলেরই জানা। তবে এখন অবশ্য ব্যক্তিগত জীবনকে সাইডে সরিয়ে রেখে দস্তুরমত শুটিং নিয়ে মেতে রয়েছেন দেবলীনা। কিন্তু তার মাঝেই তিনি সেরে ফেললেন দ্বিতীয় বিয়েটা।

অর্ধেক বিয়ের সাজে সম্প্রতি পোষ্য রেক্সির সঙ্গে কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাকে এই সাজে দেখে চমকে যান নেটিজেনরা। সেই সঙ্গে তারা আরও বেশি চমকে উঠেছেন ক্যাপশন পড়ে। এই পোস্টটির ক্যাপশনে দেবলীনা লিখেছেন, “রেক্সিকে বিয়ে করলাম”। পোষ্যের সঙ্গে আদুরে ছবিও শেয়ার করেছেন তিনি।

হোলির দিন এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে তাকে টি-শার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। আর তার কপালে রয়েছে বিয়ের কনের মত চন্দনের কারুকার্য। দোলের দিন অনেকেই কুকুরদের গায়ে রং দেন। এটা করতে বারণ করে অভিনেত্রী লিখেছেন, “হোলি খেল, শুধু ওদের গায়ে রং দিও না।”

এদিকে দেবলীনাকে বিয়ের এমন সাজে সাজতে দেখে সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করে। আসলে বাস্তব জীবনে যে দেবলীনা বিয়ে করছেন এমনটা নয়। তিনি তার আসন্ন ছবি ‘ম্যারেজ অ্যানিভার্সারি’র শুটিংয়ের জন্য এই সাজে সেজেছিলেন। তাই সোশ্যাল মিডিয়াতে একটু মজা করে তিনি এরকম ক্যাপশন দিয়েছিলেন। নেটিজেনরা তাকে এবং তার পোষ্যকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।




দেবলীনার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। কেউ কেউ তাকে সমর্থন করে লিখেছেন নিজেদের একটু আনন্দের জন্য রাস্তার পশুদের উপর রং না দেওয়াই ভাল। কেউ লিখছেন, “এরাই সব থেকে ভাল বন্ধু হয়”। এরপর নিজের রং খেলার মুহূর্তের কিছু ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন দেবলীনা।




হলুদ রঙের টপ এবং লাল রঙের প্যান্ট পরে ও মাথায় রঙিন চুল লাগিয়ে হোলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দেবলীনা। তার মাঝে হাতে আবিরের থালা নিয়ে তিনি নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সেই সঙ্গে সকলকে দোলের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close(x)